Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

টেস্ট ক্রিকেটে অনিয়মিত হয়ে গেলেন শামি? 


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক মে ২৪, ২০২৫, ০৭:৩১ পিএম টেস্ট ক্রিকেটে অনিয়মিত হয়ে গেলেন শামি? 

ভারতের ইংল্যান্ড সফরের দলে জায়গা হয়নি মোহাম্মদ শামির। এই পেসারকে অস্ট্রেলিয়া সফরেও দলে রাখা হয়নি। তবে কি টেস্ট ক্রিকেটে অনিয়মিত হয়ে গেলেন শামি? প্রধান নির্বাচক অজিত আগরকার যদিও বলছেন, শামি এখনও পুরোপুরি ফিট নন। আর এ জন্যই দলে রাখা হয়নি তাকে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন শামি। তার পর থেকেই চোটের কারণে ভারতীয় দলের বাইরে ছিলেন। প্রত্যাবর্তন হয় এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তার আগে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন।
ঘরোয়াতে খেলার সময়ই গুঞ্জন ছিল, শামি টেস্ট খেলতে খুব একটা আগ্রহী নন। তার শরীর পাঁচ দিনের ধকল নেওয়ার জন্য এখনও তৈরি নয়। কোমর এবং হাঁটুর চোট কাটিয়ে ফিরলেও টানা সাত-আট ওভার বল করতে সমস্যা হচ্ছে তার। তাই আইপিএল খেললেও টেস্টের জন্য এখনও তৈরি নন শামি।
ইংল্যান্ড সফরের দল ঘোষণার পর আগরকার বলেন, ‘শামি পুরোপুরি ফিট নয়। আমরা ভেবেছিলাম ওকে পাব, কিন্তু সেটা হচ্ছে না। দুর্দান্ত ক্রিকেটার সে। শামি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।’
প্রয়োজনে ইংল্যান্ড সফরের মাঝে তাকে পাঠানো হতে পারে। যদিও এমনটা শোনা গিয়েছিল অস্ট্রেলিয়া সফরের সময়ও। এমনকি বলা হয়েছিল তৃতীয় টেস্টের পর শামি খেলবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া যাননি।

Side banner