Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

লালমনিরহাটে কাবাডি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


দৈনিক পরিবার | মো. রফিকুল ইসলাম মে ২১, ২০২৫, ০৫:৩০ পিএম লালমনিরহাটে কাবাডি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের  ব্যবস্থাপনায় স্পোর্টস ফর ডেভেলপমেন্ট ডে অবজারভেশন প্রোগ্রাম এবং ৩ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
‘চল কাবাডি খেলি’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২০ মে) সকালে কবি শেখ ফজলুল করিম গালস্ হাই স্কুল মাঠে অনুষ্ঠানিক ভাবে কাবাডি প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। 
জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আকরাম হোসাইন এর সভাপতিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি শেখ ফজলুল করিম গালস্ হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল হক, কাবাডি প্রশিক্ষক শরীরচর্চা শিক্ষক বিথী রানী। 
আমাকে খেলতে দাও, শিশুর বিরুদ্ধে সহিংসতা নির্মূল হোক, নিজে সোচ্চার হোন, অন্যকে জানান ইত্যাদি নানা স্লোগানে “ট্রেনিং অন ডিসট্রিক গালস্ কাবাডি লালমনিরহাট” কর্মশালায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সি শতাধিক বালিকা বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের মধ্য হতে ২০ জন বালিকাকে চূড়ান্ত ভাবে নির্বাচন করে ৩  দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণ কর্মশালায় নেয়া হয়।

Side banner