Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

নেইমারকে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক আগস্ট ২৮, ২০২৫, ০৪:৫২ পিএম নেইমারকে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া

মাঠের ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। যা ফুটবল বিশ্বকাপ ও কোপা আমেরিকার সময় আরও ভালোভাবে বোঝা যায়। এ দুই মেজর টুর্নামেন্টে উপমহাদেশের ফুটবলপ্রেমীরা ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলে বিভক্ত হয়ে যান। তবে মাঠের ফুটবল যতই উত্তাপ ছড়াক, দুই দলের ফুটবলারদের মাঝে সম্পর্ক বেশ ভালো। এমনকি দুই দেশের ফুটবলারদের একই ক্লাবে বছরের পর বছর খেলার উদাহরণও রয়েছে অনেক।
এক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ হতে পারেন নেইমার। বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)- ইউরোপের এই দুই ক্লাবে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সতীর্থ হিসেবে খেলেছেন নেইমার। এছাড়া ব্রাজিলের নেইমার ও আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়া পিএসজিতে একসঙ্গে কয়েক বছর খেলেছেন। আবার আর্জেন্টিনার জার্সিতে একসঙ্গে অনেক মুহূর্তের সাক্ষী মেসি-ডি মারিয়া।
এ অবস্থায় ডি মারিয়ার কাছে প্রশ্ন করা হয়েছিল, তার বর্তমান ঘরোয়া ক্লাব রোজারিও সেন্ট্রালে সতীর্থ হিসেবে কাকে চান? এই প্রশ্নের উত্তরে ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন মেসির নাম উল্লেখ করেননি। বরং রোজারিওতে নেইমারকে চান তিনি। এমনকি কেন নেইমারকে চান সেটার ব্যাখ্যাও দিয়েছেন।
এ বিষয়ে ডি মারিয়া বলেন, ‘নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটা কারণ। তাকে অনেক ভালোবাসি আমি। আমাদের সম্পর্কটাও ভালো। এখনো তার (নেইমার) সঙ্গে কথাবার্তা হয়। সে আর্জেন্টাইন ফুটবলকে কী পরিমাণ পছন্দ করে, সেটা আমার জানা। সেন্ট্রাল-নিওয়েল’স ম্যাচে সে (নেইমার) সবসময় থাকতে চাইত।’
রোজারিও সেন্ট্রালে ক্লাব ক্যারিয়ার শুরু করা শি মারিয়া পরবর্তীতে প্রায় দুই দশক ইউরোপে কাটিয়েছেন। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজিতে খেলার পর এ বছরের মে মাসে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছেন তিনি। ডি মারিয়া ফিরলেও ক্যারিয়ারের পড়ন্তবেলায় মেসির শৈশবের ক্লাব নিওয়েলসে ফেরার সম্ভাবনা কম।
হয়তো এ কারণেই মেসির নাম উল্লেখ করেননি ডি মারিয়া। প্রিয় বন্ধুকে না পেলেও নেইমারকে আর্জেন্টাইন লিগে পেতে যেন ডি মারিয়ার তর সইছে না। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন বলেন, ‘আমি তাকে (নেইমার) এখানে (আর্জেন্টিনা) দেখতে চাইছি। ভবিষ্যতে তাকে দাওয়াতও দেব আমি। সেটা হবে বিশেষ কিছু।’
বোকা জুনিয়র্স-রিভার প্লেট ম্যাচের মতো রোজারিও সেন্ট্রাল-নিওয়েল’স ওল্ড বয়েজ ক্লাবের দ্বৈরথ আর্জেন্টাইন ফুটবলে অনেক পুরোনো। ১২০ বছরের পুরোনো রোজারিও-নিওয়েল’স দ্বৈরথে এ সপ্তাহের রোববার আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে ১-০ গোলে জিতেছে রোজারিও সেন্ট্রাল। শৈশবের ক্লাব রোজারিওতে ফিরে এই ম্যাচে ফ্রি কিক থেকে চোখধাঁধানো গোল করেছেন ডি মারিয়া।

Side banner