Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

পেট্রোবাংলার পরিচালক পদে যোগ দিলেন মাহবুব আলম


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২৫, ০৮:৩১ পিএম পেট্রোবাংলার পরিচালক পদে যোগ দিলেন মাহবুব আলম

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) পদে যোগ দিয়েছেন এস এম মাহবুব আলম। সোমবার (২৫ আগস্ট) যোগদান উপলক্ষ্যে পেট্রোবাংলা ভবনে তাকে শুভেচ্ছা জানান পেট্রোবাংলা চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
২০০৩ সালে এস এম মাহবুব আলম ২১তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি সরকারের অর্থ বিভাগ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি প্রথম সচিব এবং কাউন্সিলর (ইকোনমিক) হিসেবে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ মিশনে কাজ করেছেন।
এস এম মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।

Side banner