Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত


দৈনিক পরিবার | গাজীপুর প্রতিনিধি মার্চ ১৯, ২০২৪, ০৭:৩৮ পিএম গাজীপুরে সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত

গাজীপুরে সশস্ত্র প্রতিরোধ দিবস ২০২৪ পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দিরে সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, শিক্ষাবিদ অধ্যাপক এম এ বারি ও জনাব মুকুল কুমার মল্লিক প্রমুখ।
আলোচনা সভার পূর্বে সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে নির্মিত অনুপ্রেরণা ‘১৯ এ জেলা প্রশাসন, গাজীপুরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনা সভার প্রধান অতিথি, সভাপতি সহ বক্তারা জাতীয় জীবনে ১৯ মার্চের তাৎপর্য তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের পর কিভাবে গাজীপুরের বীর জনতা অস্ত্র হাতে তুলে নেন, প্রথম লড়াই করে বীর জনতা শহিদ হন তা বিশ্লেষিত হয়। ১৯ মার্চের প্রতিরোধ যুদ্ধ কিভাবে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছে তা বক্তাদের কথায় উঠে আসে।
১৯ মার্চ সশস্ত্র প্রতিরোধ দিবসকে জাতীয় ভাবে পালনের জন্য জেলা প্রশাসন, গাজীপুরের পক্ষ থেকে সরকারের কাছে সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

Side banner