Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসিকে প্রত্যাহার


দৈনিক পরিবার | মো. মারুফ হোসেন লিয়ন সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:২৮ পিএম সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসিকে প্রত্যাহার

নীলফামারীর সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল কল্লোল রায় ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার মকবুল হোসেন নিশ্চিত করেন।
পুলিশ সুপার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুজনের ভূমিকা নানা প্রশ্নের জন্ম দেয়। অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষার্থীকে তুলে এনে বেদম মারপিট করেন। এ নিয়ে বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

Side banner