নরসিংদীর পলাশে সারা দেশের মতো বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পলাশ উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসন।
সকাল সাড়ে ৭টায় স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন ও পলাশ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ।
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, পলাশ উপজেলা বীর মুক্তিযোদ্ধা এবং পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, হুমায়ুন ভূইয়া, মোস্তফা কামাল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন খান, অর্থ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান এবং ফটো সাংবাদিক অমৃত দে এ সময় উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন এবং ১১ টায় পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন। এ সময় ছাত্র শিক্ষক ও বুদ্ধিজীবী সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :