Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

পানছড়িতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ প্রদান 


দৈনিক পরিবার | মো. চাঁন মিয়া  অক্টোবর ২৭, ২০২৪, ১০:৫৪ পিএম পানছড়িতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ প্রদান 

খাগড়াছড়ি জেলা সীমান্তবর্তী পানছড়ি উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে পানছড়িতে হতদরিদ্র  কৃষকদের মাঝে শীতকালীন শাক সবজির বীজ সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় পানছড়ি হটিকাল সেন্টারে পানছড়ি উপজেলা কৃষি  অধিদপ্তর আয়োজনে এসব দেয়া হয়।
২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ-২ এর মৌসুমে পূর্ণবাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র  কৃষকদের মাঝে  বিনামূল্য শীতকালীন শাক সবজির বীজ সার ও নগদ অর্থ সহায়তা প্রধান করেন পানছড়ি উপজেলা কৃষি  অধিদপ্তর। এসময় পানছড়ি কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে কৃষকবৃন্দ।
বক্তব্যে বক্তারা বলেন, সরকার কর্তৃক প্রনোদনা বাবদ নগদ অর্থ শীতকালীন শাক সবজির বীজ সার দেওয়া হয়েছে তা আপনারা রোপণ করবেন। এতে আপনাদের সাংসারিক শাক সবজির চাহিদা পূরণ হবে, পাশাপাশি অর্থ উপার্জন হবে। 

Side banner