Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৩:৪৮ পিএম লালমনিরহাটে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮০৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে এ বৈঠক হয়। বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
জানা যায়, সীমান্তে ফায়ারিং ও নিরীহ জনগণকে হত্যা না করা, যে কোনো ছোটখাটো বিষয়ে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করার বিষয়ে ২ বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে।
এ ছাড়াও বিএসএফের প্রস্তাব ছিল- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধ করা, দুষ্কৃতিকারী কর্তৃক সীমান্তে কাঁটাতারের বেড়া কর্তন না করা, সীমান্ত শূন্য লাইনে গবাদি পশু না চরানো, যে কোনো সমস্যা সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা, ভারতীয় ফসল বাংলাদেশ নাগরিক কর্তৃক না কাটা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ৫১ বিজিবি রংপুর অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন, ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম, ভারতের ০৬ বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডেন্ট তরুণ বর্মন, ৪০ বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডেন্ট খানেন্দার, ৯৮ বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডেন্ট সুনীল চন্দ্র।
সভায় রংপুর সেক্টর কমান্ডারের বিএ-৫৭১৮ কর্নেল সাব্বির আহমেদের সঙ্গে ৮ জন এবং জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব গৌতমের সঙ্গে ২২ জন অংশগ্রহণ করেন।

Side banner