Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সিরাজদীখানে বাড়ির পাশে মিশুক চালকের লাশ উদ্ধার


দৈনিক পরিবার | সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি মার্চ ৫, ২০২৫, ০৮:৩৫ পিএম সিরাজদীখানে বাড়ির পাশে মিশুক চালকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আবু তাহের লেংটা (৪০) নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামের কাচা রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।
নিহতের বোন আঁখি বেগম (৩৫) জানান, মঙ্গলবার দিনগত রাত ৮ টার দিকে তার ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত আর বাড়ি ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে সেহরীর পর আজ বুধবার ভোর ৬ টার দিকে রাজনগর গ্রামের কাঁচা রাস্তার উপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর তারা সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সিরাজদীখান সার্কেল সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মিশুক চালক আবু তাহের নেশা করতো। ধারনা করা হচ্ছে রাতে বাড়ি থেকে বের হয়ে সে নেশা সেবন করতে গিয়েছিল। এরপর থেকে নিখোঁজ থাকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার থুতনিসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাবে।

Side banner