Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সিরাজদিখানে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও বিক্ষোভ


দৈনিক পরিবার | সৈয়দ মেহেদি হাসান এপ্রিল ৭, ২০২৫, ০৯:৫৭ পিএম সিরাজদিখানে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জের সিরাজদিখানের  সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেন সিরাজদিখানের বালুচর ও লতব্দীর  সর্বস্তরের জনগণ। দুনিয়ার মুসলিম এক হও এক হও, গণহত্যা বন্ধ করো ফিলিস্তিনি মুক্ত কর, ইসরাইলের চামড়া তুলে নিব আমরা, এই স্লোগান সামনে রেখে বালুচর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভাসানচর ও মোল্লাকান্দি থেকে মিছিল করে তারপর চৌরাস্তায় অবস্থান করে। বিক্ষোভ মিছিলে তাদের প্রতিবাদ ছিল ইজরাইলি পণ্য বন্ধ কর, ফিলিস্তিনি মুক্ত করো। 
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আলেম, ব্যাবসায়ী ও ছাত্র জনতা। 
সারা বাংলাদেশের ন্যায় মুন্সীগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিরাজদিখানে বিক্ষোভ মিছিলে সর্বস্তরের জনগণের একটাই দাবি ইজরাইলি পণ্য বন্ধ কর ফিলিস্তিনি মুক্ত কর।

Side banner