খাগড়াছড়ির গুইমারায় পাঁচ শতাধিক চোখের রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন।
বুধবার (৭ মে) শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ে আই ক্যাম্পেইনের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।
গুইমারা সিএমএইচ’র কমান্ডিং অফিসার মেজর মো. একরামুল আমিন, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু স্পেশালিস্ট ডা. সাইফুল ইসলাম রিয়াদ, ডা. শোভা চক্রবর্তী ও ডা. সুমিন তালুকদার ছাড়াও গুইমারা ও সিন্ধুকছড়ি জোনের সামরিক মেডিকেল অফিসাররা ক্যাম্পেইনে রোগীদের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি শতাধিক গুরুতর চক্ষু রোগীকে ক্যাটারাক্ট সার্জারির আওতায় আনা হয়।
আই ক্যাম্পেইনের উদ্বোধন শেষে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, বিভিন্ন আভিযানিক কার্যক্রমের পরিচালনার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গুইমারা রিজিয়ন জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :