মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় উভয় গ্রুপের ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চর-চাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের ১ নং চর-চাকদাহ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও একই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহিদুল ইসলামের সমর্থক ও সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হামলার ঘটনায় নোজদার, সাজেদা, হাসেম, অলিয়ারসহ উভয় গ্রুপের ৫ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ সময় আব্দুস সিরাজ, সত্তার, নায়েব মোল্যা, জুয়েল, করিম, ইবাদত, জয়নাল, স্বাধীন, জিল্লুর রহমান, রুবেল, আতিয়ার, ঝন্টু, আতিয়ার, সলেমান, মানিক, সালাম, তালেব, ইব্রাহিসহ উভয় গ্রুপের ২০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
আপনার মতামত লিখুন :