Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝিকরগাছায় ভূমি মেলা-২০২৫ শুভ উদ্বোধন


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি মে ২৫, ২০২৫, ০৭:২৭ পিএম ঝিকরগাছায় ভূমি মেলা-২০২৫ শুভ উদ্বোধন

ঝিকরগাছায় তিন দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫  ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
রবিবার (২৫ মে) সকালে উদ্বোধন পূর্ববর্তী বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল।
ঝিকরগাছা উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুধিবৃন্দ, উপ সহকারী (ভূমি) কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।
তিন দিন ব্যাপী এই মেলা চলবে। মেলায় হেল্প ডেস্ক থাকবে, সেখানে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ ভূমি সংক্রান্ত যেকোন ধরনের সহযোগিতা নেওয়া যাবে।

Side banner