জামালপুরের ইসলামপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুল এন্ড কলেজে চারা গাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকালে ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজসহ বিভিন্ন প্রকার চারা গাছ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম, বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
এছাড়াও ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুন্নাহার, সিনিয়র শিক্ষক রাবেয়া বেগম, নুরুন্নাহার, সাবিহা, আমজাদ হোসেন, সামিউল আলম, আ. রহিম, হেলাল উদ্দিন, মিজান চৌধুরী, সামিউল আজম, আনিছুর রহমান, আলি আকবর, কোরবান আলী, শাহিন শাহ্, আলামিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :