Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

বুড়িচংয়ে ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ২৯, ২০২৫, ১১:৫৭ এএম বুড়িচংয়ে ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি ঘর থেকে এক নারী ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার রামপুর এলাকার ‘ছাতার ভিলা’ বাড়ির তৃতীয় তলার একটি ঘর থেকে তাদের মরদেহ উদ্ধারের খবর জানান বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক।
নিহতরা হলেন ওই এলাকার রাজমিস্ত্রী মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) ও তাদের ১২ বয়সী মেয়ে ফাতেমা।
জাহেদা স্থানীয় ‘জিহান ফুটোয়ার’ নামে একটি জুতা কোম্পানিতে চাকরি করতেন। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।
প্রতিবেশীরা বলছে, ঘটনার পর বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে ‘পালিয়েছে’ জাহেদার স্বামী মীর হোসেন।
বাড়ির মালিক আবুল খায়ের বলেন, গত ১২ জুলাই জাহেদা ও মীর তার বাড়িতে ভাড়া ওঠেন। সোমবার গভীর রাতে জিহান ফুটোয়ার কোম্পানির ফোরম্যান ইব্রাহিম তাকে ফোন দিয়ে জানায় যে, বাসার ভেতর জাহেদার মৃত্যু হয়েছে। তার স্বামী মীর যেন বাড়ি থেকে পালাতে না পারে।
এ ঘটনার পর তিনতলায় খোঁজ নিতে গিয়ে দেখতে পান মীর ছাদের ওপর থেকে লাফ দিয়ে পালিয়ে যাচ্ছেন। পরে একটি ঘরের ভেতরে জাহেদা ও তার মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। পাশের ঘরেই ছিল জাহেদার আরেক মেয়ে ও শাশুড়ি।
আবুল খায়ের বলেন, মরদেহ উদ্ধার করা ঘর থেকে বিষের আলামত উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
জাহেদার প্রতিবেশী আব্দুল্লাহ সরকার বলেন, আমরা পাশের ঘরেই থাকি কিন্তু কখনও স্বামী-স্ত্রীর তাদের মধ্যে কোনো কলহ দেখি নাই। ভোরবেলা ফজরের নামাজের পর বাড়িওয়ালার ডাকে জানতে পারি, পাশের ঘরেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Side banner