Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ২৯, ২০২৫, ০৮:৫৬ পিএম গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মথুরাপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) অধীনস্থ ১৪১ নম্বর আন্তর্জাতিক পিলারের (জিআর নং ৬৯৩৪৪৮) কাছ থেকে তাদের পুশ ইন করা হয়।
কাজিপুর বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরের পর বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশি ১৮ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করায়। তারা যেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিশে যেতে না পারে, সেজন্য দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, বিজিবি তাদের বিভিন্ন ক্যাম্পে আটক করে। এর মধ্যে কাজিপুর ক্যাম্পে ৯ জন, শেওড়াতলা ক্যাম্পে ৩ জন এবং মথুরাপুর ক্যাম্পে ৬ জনকে হেফাজতে নেওয়া হয়। পুশ ইন হওয়া ব্যক্তিরা মূলত ঠাকুরগাঁও, নড়াইল, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন, যশোর জেলার অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের ইলিয়াস শেখের ছেলের তুহিন শেখ (২৬), একই গ্রামের ইলিয়াস মোল্লার মেয়ে ময়না (২২), খুলনা জেলার দিঘিলিয়া উপজেলার লাউহাটি গ্রামের একরাম হোসেনের মেয়ে লতা (২৪) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া গ্রামের ছাত্তার হোসেনের মেয়ে তানিয়া খাতুন (২৮)। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙি থানার উজিরমনি  ইদ্রিস আলী ছেলে ইকরামুল ইসলাম  (৫৫), একই উপজেলার চচপাড়া গ্রামের আ. কাদের ছেলে হাসিরুল (২৮), বারিসা গ্রামের সুবহান আলী ছেলে শাহ আলম (১৮), কাচকালি ভানুর গ্রামের আ. হামিদের ছেলে জাকির আলী (২৫), ঘেরবাড়ি গ্রামের ইব্রাহিমের ছেলে উছিরুল (২৮), রতনদিঘী গ্রামের মৃত ইসাহকের মেয়ে ফাতেমা (৪০), রানীসংকেল উপজেলার বলতচা গ্রামের আকবর আলীর ছেলে সোহেল (৩২), কাশিপুর গ্রামের ছলিম উদ্দিন ছেলে আ. কাদের (৩০), নড়াইল জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের রাজ শেখ ছেলে মহাসিন শেখ (৩১), সদর থানার কাঠাদূরগ্রামের টুটুল মন্ডল (৫৫), কালিয়া উপজেলার সিদ্দিক শেখ ছেলে বরকত শেখ (২২)।
আটক ব্যক্তিরা জানান, তারা সবাই বাংলাদেশি নাগরিক। তারা কেউ কেউ বিভিন্ন সময়ে আত্মীয়ের খোঁজে, কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর তাদের আটক করে সীমান্তে এনে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এসব ব্যক্তিকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

Side banner