Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

বাবার মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ৪, ২০২৫, ০৩:০৪ পিএম বাবার মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। বাবা হাসমত আলীর (৮৩) মৃত্যুর মাত্র দুই ঘণ্টা পর ছেলে বাবুল মিয়া (৪৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। রবিবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে। বাবা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। মাগরিবের নামাজের পর জানাজা শেষে বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।
সোমবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য আলম খান।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের সাবেক কর্মী হাসমত আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রবিবার সকালে তিনি মারা যান। খবর পেয়ে তার ছেলে টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক বাবুল মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ বুকে ব্যথা শুরু হলে স্বজনরা দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবুলের মৃত্যু হয়।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য আলম খান বলেন, বাবুল সবসময় বাবার যত্ন নিতেন। বাবার মৃত্যু তিনি সহ্য করতে পারেননি। যেন বাবাকে একা যেতে দিতে চাননি। বাবা-ছেলের এমন একসঙ্গে মৃত্যুতে দাফনের সময় উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।
দলিল লেখক হিসেবে আমৃত্যু বাবা-ছেলে ধামলইসহ আশপাশের গ্রামবাসীর সেবা করেছেন বলে জানান স্থানীয়রা।

Side banner