Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
পাথরঘাটায়

বাল্যবিবাহ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গণশুনানি


দৈনিক পরিবার | আরিফ তৌহীদ আগস্ট ১২, ২০২৫, ১১:৪৭ এএম বাল্যবিবাহ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গণশুনানি

নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি, বাল্যবিবাহ বন্ধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার হোগলাপাশা বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এনএসএস’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরদুয়ানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, এবং পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফ তৌহীদ। এছাড়া স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।
গণশুনানিতে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে। পাশাপাশি বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা এখনও অনেক এলাকায় বিদ্যমান, যা নারীর অধিকার ও উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বক্তারা নারীর অবৈতনিক কাজের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং এর স্বীকৃতি প্রদানের দাবি জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই উদ্যোগ গ্রহণের উপর জোর দেন।

Side banner