Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:৪৯ পিএম নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সম্পাদককে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর থানা হল রুমে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।
থানা হলরুমে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সরকারি পুলিশ সুপার (নিয়ামতপুর-মন্দা সার্কেল) মো. জাকিরুল ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশচন্দ্র, পাশাপাশি উপজেলার ৫৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Side banner