Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
হাবিব

বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে


দৈনিক পরিবার | মো. ইমন ইসলাম  সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৯:৩০ পিএম বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে

সাতক্ষীরার খেশরা ইউনিয়ন বিএনপি’র জমকালো আয়োজনে ১০নং খেশরা ইউনিয়ন বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ও সম্মেলন গণতান্ত্রিক উপায়ে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় হরিহরনগর ফুটবল ময়দানে শুরু হয়। 
খেশরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাষ্টার ময়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র  প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় হাবিব তার বক্তব্য বলেন, আমি কাজের ছেলে কাজ করতে চাই। আমার তালা কলারোয়ার সনাতন ধর্মের অবলম্বীদের ভাইদের সম্মান করবেন এবং তাদের পূজা মন্ডপ সুষ্ঠুভাবে হবে, পাহারা দিতে হবে, যেন একটি যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকে। একটি কুচক্রী মহল বলেছিল এবারে পূজা মন্ডপে সমস্যা হবে কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। কেউ যদি সনাতন ধর্মের ভাইদের সমস্যা করে সে যদি নিজের দলের নেতাকর্মী হয়ে থাকে তাকেও ছাড় দেয়া হবে না। আমি থাকতে দলের ভিতরে কেউ কোন অন্যায় করবে তাকে ছাড় দেওয়া হবে না বরং বহিষ্কার করা হবে।
তালা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব ও খেশরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়ার সহ-সভাপতি শেখ ওলিউর ইসলাম এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহববায়ক টিম প্রধান জনাব আবুল হাসান হাদী, সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, তালা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শফি, বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, আরো সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াসিন উল্লাহ, বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, বক্তব্য রাখেন খেশরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহ্জ্বা গাজী গফফার, বক্তব্য রাখেন খুলনা মানবাধিকারের আহ্বায়ক আমজাদ হোসেন নুন্টু, বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, বক্তব্য রাখেন খেশরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম জোয়াদ্দার, বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন আহ্বায়ক মাসুদ রানা, বক্তব্য রাখেন খেশরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাদিম গোলদার, বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার আঃ আলিম, বক্তব্য রাখেন  সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেহেদী হাসান সাগর, রাখেন প্রভাষক সন্দীপ দাস, বক্তব্য রাখেন খেশরা ইউনিয়ন জাসাসের আহ্বায়ক তোফায়েল আহমেদ, বক্তব্য রাখেন খেশরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এম খায়রুল আলম, বক্তব্য রাখেন খেশরা  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল জোয়াদ্দার, বক্তব্য রাখেন খেশরা  ইউনিয়ন বিএনপি নেতা তৈয়বুর রহমান, খেশরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাইয়ুম, বক্তব্য রাখেন খেশরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে নাহিদ, যুব নেতা মালেক, রেজা, বক্তব্য রাখেন সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ১০নং খেশরা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটিতে স্থান পেয়েছে-সভাপতি মাস্টার ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক- আলহ্জ্বা গাজী গফফার ও সাংগঠনিক সম্পাদক- মাস্টার আবদুল আলিম। 

Side banner