Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

শারদীয় দুর্গোৎসব উদযাপন নিয়ে বিশ্বনাথে প্রশাসনের প্রস্তুতি সভা


দৈনিক পরিবার | মো: আব্দুল কাইয়ুম সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:৩৯ পিএম শারদীয় দুর্গোৎসব উদযাপন নিয়ে বিশ্বনাথে প্রশাসনের প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব উদযাপন করার লক্ষ্যে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এসময় সরকারি নির্দেশনা উপস্থিত সবাইকে অবহিত করা হয়। 
বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর সেনা ক্যাম্পের ইন-চার্জ ল্যাফটেনেন্ট শাহরিয়ার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দীন, ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত এসও চিত্ত রঞ্জন বৈদ্য, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম জিয়াউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, শ্রীশ্রী শনি মন্দির পূজা কমিটির সভাপতি বিজয় কুমার দেব, মদনপুর সূর্যোদয় সনাতন সংঘ পূজা কমিটির সভাপতি বিপ্লব দে। 
সভায় বক্তারা বলেন, জগৎ’র মঙ্গলের জন্য সনাতন ধর্মালম্বীরা প্রতি বছর মনের মাধুর্য দিয়ে পূর্জা অর্চ্চনার মাধ্যমে মা দুর্গার কাছে প্রার্থনা করেন। তাই অতিথের ন্যায় এবারও যাতে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব সম্পন্ন করা যায় সেজন্য সর্বমহলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রাখার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গূরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানান নেতৃবৃন্দ।

Side banner