Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে একজন ভারতীয় ফেরত


দৈনিক পরিবার | বেবিয়ারা খাতুন  সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৫:০৫ পিএম চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে একজন ভারতীয় ফেরত

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আটক ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে অবশেষে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হলো। 
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আইসিপি গেট দিয়ে বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বিজিবি ও বিএসএফের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
রামদেব মাহাতো (৬০), পিতা তাপা মাহাতো, ভারতের বিহার প্রদেশের বাতিয়া জেলার মাজালিয়া থানার গুদারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আটক হন। পরবর্তীতে আদালত তাঁকে সাজা দেন। 
তবে ২০১৯ সালের ২৯ মে সাজা শেষে মুক্তি পাওয়ার কথা থাকলেও সঠিক ঠিকানা না থাকায় দীর্ঘদিন কারাগারেই থাকতে হয় তাঁকে। দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ২০২৪ সালের ২০ নভেম্বর রামদেব মাহাতোর পরিবারকে খুঁজে পাওয়া যায়। এর ৩ দিন পর, ২৩ নভেম্বর, বিষয়টি প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্তসহ ভারতীয় দূতাবাসকে জানায় বাংলাদেশ কর্তৃপক্ষ।
পরবর্তীতে নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে ভারতীয় দূতাবাস ২০২৪ সালের ১৮ মার্চ রামদেব মাহাতোর ছাড়পত্র বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এরপর বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে প্রায় ছয় বছর পর তাঁকে দেশে ফেরত পাঠানো হলো।
আজকের এই হস্তান্তরের মধ্য দিয়ে দীর্ঘ কারাবাস শেষে পরিবার ও মাতৃভূমির কাছে ফিরে গেলেন রামদেব মাহাতো।

Side banner