Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তাকে শোকজ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:০৩ পিএম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তাকে শোকজ

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক এবং ২০ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গঠিত তিনটি তদন্ত কমিটি প্রাথমিকভাবে অভিযুক্তদের কাছে এই জবাব চেয়েছে।
মঙ্গলবার সংশ্লিষ্টদের কাছে শোকজের চিঠি পাঠানো হয় এবং চিঠি প্রাপ্তির দশ কার্য দিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। তবে তদন্ত কার্যক্রমের গোপনীয়তার স্বার্থে নোটিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।
রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যদের সমন্বয়ে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি, একাডেমিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন ঘটনার তথ্য যাচাই-বাছাই সংক্রান্ত তদন্ত কমিটিগুলোতে সিন্ডিকেট সদস্য মাহবুবুর রহমান, জাকির হোসেন খান ও অধ্যাপক আখতার হোসেন মজুমদার নেতৃত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, সিন্ডিকেটে গঠিত এই তিনটি তদন্ত কমিটি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাদের শোকজ করা হয়েছে। তাদের কাছ থেকে জবাব নেওয়ার পর চূড়ান্তভাবে আমাদের কাছে এলে তখন বিস্তারিত বলা যাবে। এখনও তদন্ত কমিটিতেই বিষয়গুলো আছে। তদন্ত কমিটির সুপারিশের আলোকে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে।

Side banner