চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর আঘাতে আলী হোসাইন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার মগধারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অইছার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আলী ওই এলাকার আবু তাহেরের ছেলে। ঘটনার পর সন্দ্বীপ থানা পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে (৫০) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আলী বাড়ির বাইরে খেলছিল। এ সময় প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলম তাকে একা পেয়ে মাথার ওপর তুলে আছাড় দেন। গুরুতর আহত অবস্থায় আলীকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জুনায়েত কাউসার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে আটক আসামি ভুক্তভোগী শিশুকে মাথায় তুলে আছাড় দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে মর্মান্তিক এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা এ ঘটনা অভিযুক্তের উপযুক্ত শাস্তি দাবি করেন।
এলাকাবাসীর দাবি, ঘটনার সাথে জড়িত খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, আমরা এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আপনার মতামত লিখুন :