Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

দাগনভূঞায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১২, ২০২৬, ০৭:২৭ পিএম দাগনভূঞায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ফেনীর দাগনভূঞায় সমীর কুমার দাস (২৮) নামে এক চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ করিমপুর মুহুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত সমীর উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক কুমার দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করে আসছে সমীর কুমার দাস। রবিবার রাতে সমীর বাড়িতে না ফেরায় এলাকার বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন তার স্বজনরা। একপর্যায়ে তারা বিষয়টি পুলিশকেও অবহিত করে। রাত ২টার দিকে স্থানীয় লোকজন দক্ষিণ করিমপুর মুহুরী বাড়ির পাশে সমীরের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 
দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে সংঘটিত হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেইসব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

Side banner