ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশে এক পোস্টে বলেছেন, দেশের স্বাধীনতা আসন্ন।
তিনি এক্সে লিখেছেন, ‘গত দুই সপ্তাহে, বিশেষ করে গত চার দিনে, আপনারা দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের মাধ্যমে অবৈধ ইসলামি প্রজাতন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়েছেন।
তিনি লেখেন, ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করতে এবং আমাদের প্রিয় ইরানকে পুনরুদ্ধারে আমি জাতীয় অভ্যুত্থানের একটি নতুন পর্ব ঘোষণা করছি।
‘ইরানের স্বাধীনতা আসন্ন। আমরা একা নই। শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে।’
অর্থনৈতিক অবস্থা ও মুদ্রাস্ফীতির কারণে ইরানে গত কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। চলতি দফার এই ২৮ ডিসেম্বর শুরু হয়।
এই বিক্ষোভে এ পর্যন্ত ৫৩৮ জন নিহত হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৬ শতাধিক। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
নিহত ও বন্দির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তবে ইরানের সরকার এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বিক্ষোভের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছেন। ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার নিষ্ঠুর পন্থায় বিক্ষোভ দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালানো হবে— এমন হুমকি কয়েকবার দিয়েছেন তিনি।








































আপনার মতামত লিখুন :