Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

গ্রিনল্যান্ড দখলে নিতে চায় ট্রাম্প


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৫, ২০২৬, ০৮:২৫ পিএম গ্রিনল্যান্ড দখলে নিতে চায় ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর সাহসী হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখল করতে চান। এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, ‘গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন’।
স্থানীয় সময় রবিবার (৪ জানুয়ারি) রাতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজনৃ এটি এখন খুবই গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের সব জায়গায় চীনা আর রুশ জাহাজ দ্বারা পরিবেষ্টিত। জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। আর ডেনমার্ক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়নকে আমাদের কাছে গ্রিনল্যান্ডকে দিতে হবে এবং তারা এটি জানে।
গ্রিনল্যান্ড বিশ্বের কোনো স্বাধীন দেশ নয়। এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড। কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। ফলে গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ করে না। কিন্তু তাদের নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো ডেনমার্কই দেখে।
ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে আরও বলেছেন, আমাদের গ্রিনল্যান্ড অবশ্যই প্রয়োজন। আমাদের প্রতিরক্ষার জন্য এটি প্রয়োজন।
এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আমার সরাসরি বলতে হবে। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড অধিগ্রহণ করবে এ নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। ডেনমার্কের তিনটি অঞ্চলের কোনোটিই অধিগ্রহণ করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই।
সূত্র: সিএনএন

Side banner