Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মেলান্দহে বাংলা নববর্ষ উদযাপন


দৈনিক পরিবার | মো. রাসেল রানা এপ্রিল ১৪, ২০২৪, ০৭:৪০ পিএম মেলান্দহে বাংলা নববর্ষ উদযাপন

জামালপুরের মেলান্দহে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকালে বাংলা বর্ষবরণ ১৪৩১ উপলক্ষে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
বর্ণাঢ্য আয়োজনে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও মিডিয়ার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
পরে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উত্তরণ সামাজিক সংগঠনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষে সংগঠনের কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ওসি (তদন্ত) কবির হোসেন, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সম্পাদক মহব্বত আলী ফকির, পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আলামিন, শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি রেজাউল করিম লেবু মাস্টার, ভোরহলো সংগঠনের সভাপতি মমিনুল ফারাজী।

Side banner