Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ডোমারে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | আজমির রহমান রিশাদ জুন ১১, ২০২৪, ০৩:৫২ পিএম ডোমারে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় নীলফামারীর ডোমারে ২০২৩-২৪ অর্থবছরের তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ই জুন) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক বিরোধী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি। এতে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
প্রধান অতিথি হিসেবে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, কৃষকদের তামাক উৎপাদনে নিরুৎসাহিতকরণ ও বিকল্প লাভজনক চাষ পদ্ধতি বিষয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা  পরিষদের চেয়ারম্যান ফারহানা সুমি।
ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত ২০১৩) বাস্তবায়নে ডোমার উপজেলার চলমান কার্যক্রম বিষয়ে তথ্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান।
এছাড়াও আলোচনা সভা ও প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান প্রমুখ সহ উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্সের সদস্যবৃন্দ।

Side banner