Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

গোপালগঞ্জে অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


দৈনিক পরিবার | মনির মোল্যা জুন ২৪, ২০২৪, ০৬:৫৭ পিএম গোপালগঞ্জে অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

গোপালগঞ্জে অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৪ জুন) ভোররাতের দিকে সদর উপজেলার তেবাড়িয়া বাজারের মিলায়েত মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩ টার দিকে মার্কেটটির রানা কাজীর মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের দোকানে আগুন দেখা যায়। টের পেয়ে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ততক্ষণে পুড়ে যায় হাবিবুল্লাহ শেখের ১টি ক্রোকারিজ, ১টি প্লাস্টিক সামগ্রী ও ১টি জুতা স্যান্ডেলের দোকান এবং একটি সমবায় সমিতি অফিস।
দোকান মালিক হাবিবুল্লাহ শেখ জানান, রাত সাড়ে ৩টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। এরপর ফায়ার সার্ভিসে খবর দেই এবং নিজেরা আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আমার ৩টি দোকান পুড়ে সব শেষ হয়ে যায়। আগুনে পুড়ে যায় পাশের আরো দুটি ব্যবসা প্রতিষ্ঠান। অগ্নিকান্ডের ঘটনায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা।
মার্কেট মালিক বীর মুক্তিযোদ্ধা মিলায়েত শেখ বলেন, গ্রামের মধ্যের এই বাজারটিতে ছোট্ট একটি মার্কেট তৈরি করে ৫টি দোকান ভাড়া দিয়ে সংশার চালাই। আগুন লেগে পুড়ে স্থাপনাটি যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাতে এটিকে ভেঙে ফেলা ছাড়া আর কোন উপায় নেই।
গোপালগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হই। আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

Side banner