মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক আকিদুল মোল্লা নামে এক ব্যক্তি দীর্ঘ ৭ মাস যাবৎ বিদ্যুৎ বিল পরিশোধ না করায় শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান রানা মোল্লা গত ফেব্রুয়ারি মাসে তার বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এরপর থেকে উক্ত গ্রাহক আকিদুল মোল্লা লাইনম্যানের প্রতি ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকে।
একপর্যায়ে গত ২৯ জুন শনিবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান রানা মোল্লা বকেয়া আদায়ের লক্ষে ওই এলাকায় যায়।
এমন সময় গ্রাহক আকিদুল মোল্লা লাইনম্যান রানা মোল্লার উপস্থিতি টের পেয়ে পূর্ববর্তী ক্ষোভের বশবর্তী হয়ে লাইনম্যানের উপর চড়াও হয় এবং উক্ত এলাকায় বিদ্যুৎ বিল বকেয়া আদায় কাজে বাঁধা প্রদান করে। বিষয়টি লাইনম্যান তৎক্ষণাৎ সংশ্লিষ্ট অফিস প্রধানকে অবগত করেন।
শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রাহাত বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে উক্ত এলাকায় যান। এমন সময় হঠাৎ করে কোন কিছু বুঝে ওঠার আগেই গ্রাহক আকিদুল ইসলামসহ তার কয়েকজন সহযোগী পল্লী বিদ্যুৎ সমিতি’র দাপ্তরিক গাড়ির উপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন।
এ ঘটনায় ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রাহাত বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন এবং এর ঘটনার পর থেকে উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতকরনসহ ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আকিদুল মোল্লা ও তার ভাইদের ব্যবহৃত ট্রান্সফরমারটি বন্ধ রাখা হয়। এতে আসামিসহ ২৫টি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গত বুধবার এজাহারভুক্ত আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত আকিদুল মোল্লাকে কারাগারে প্রেরণ করেন। এরপরই অভিযুক্ত ব্যক্তিবর্গ ছাড়া উক্ত এলাকার সকলের বিদ্যুৎ সংযোগগুলো পুনঃ স্থাপন করা হয়। বিদ্যুৎ পেয়ে এলাকাবাসী পল্লী বিদ্যুৎ সমিতির প্রতি সন্তোষ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :