Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
খোকসার

মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বিশ্বাসের দাফন সম্পন্ন


দৈনিক পরিবার | মো. সবুজ আলী জুলাই ১০, ২০২৪, ০৪:১৮ পিএম মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বিশ্বাসের দাফন সম্পন্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামের সন্তান মো. নিজাম উদ্দিন মঙ্গলবার রাত ৯:২০ মিনিটে ঢাকা পিজি হসপিটালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরেরদিন সকাল ১১টায় তার নিজ গ্রামে জানাযা অনুষ্ঠিত হয়।
ছাত্র জীবনের নিজাম উদ্দিন কুষ্টিয়া সরকারি কলেজের ভিপি দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি খোকসা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
নিজাম উদ্দিনের জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তারিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা থানা অফিসার্স ইনচার্জ আননূর জায়েদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

Side banner