Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সোনাতলায় জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন


দৈনিক পরিবার | বিকাশ স্বর্ণকার জুলাই ৩১, ২০২৪, ০৭:৫২ পিএম সোনাতলায় জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন

"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
কর্মসুচিতে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পুকুরে পোনা মাছ অবমুক্ত ও আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ।
এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া-০১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজামান লিটন, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান, মহিলা ভাইস-চেয়ারম্যান ওয়াসিয়া আক্তার রুনা, প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
উল্লেখ্য মৎস সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর ও জলাশয়ে পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরিক্ষা, পরামর্শ প্রদান করা হবে।

Side banner