Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মানিকগঞ্জে শোক দিবসের প্রথমদিনে র‌্যালী অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো: আজহার হোসেন আগস্ট ১, ২০২৪, ০৮:০৫ পিএম মানিকগঞ্জে শোক দিবসের প্রথমদিনে র‌্যালী অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাবহ আগস্টের প্রথমদিনে মানিকগঞ্জে র‌্যালী অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (১ আগস্ট) এ শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস হতে শহর প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে আগস্ট এর কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম।
শোকাবহ ১লা আগস্টের র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বদরুল ইসলাম বাবলু, যুগ্মসাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি আরশেদ বিশ্বাস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদ সহ মহিলা আওয়ামী, যুব মহিলা লীগ, যুব লীগ, শ্রমিকলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আপনারা   জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি আস্থা রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

Side banner