বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুর ইসলাম মনি সুদীর্ঘ ১৭ বছর পর তার নিজ এলাকা পাথরঘাটায় পা রাখেন। তার এই শুভ আগমন উপলক্ষ্যে পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহে এক ঐক্য সমাবেশের আয়োজন করে পাথরঘাটা উপজেলা বিএনপি।
এই জনসমাবেশে অংশ নিতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয় সমাবেশস্থলে। ১৪ আগষ্ট সকাল ১০ টায় শুরু হয় সমাবেশ, যা শেষ হয় দুপুর পৌনে ১টার দিকে।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশীদ, পাথরঘাটা উপজেলা বিএনপির প্রবীন নেতা চৌধুরী মো. ফারুক, পাথরঘাটা উপজেলা বিএনপির যুব নেতা ইসমাইর শিকদার এসমে, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা জয়নাল আবেদীন সহ অত্র উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, এদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এক স্বৈরশাসকের পতন ঘটেছে। আমরা দেশেকে আবার নতুন করে আমাদের সবার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে দূঢ় প্রতিজ্ঞ থাকবো।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুর ইসলাম মনি এমপি নারায়ে তাকবির স্লোগান দিয়ে তার বক্তৃতা শুরু করেন।
তিনি বলেন, যারা আমাকে আমার নিজ জন্ম ভূমিতে ঢুকতে দেয়নি, তারা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু আমি ঠিকই আপনাদের মাঝে কথা বলছি।
তিনি আরো বলেন, আমরা কোন ভাবেই হিন্দু ভাইদের প্রতি অবিচার করবো না। তারা সর্বদাই আমাদের কাছে নিরাপদ। তাদের সব ধরনের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্রজনতা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে নিজেই দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
উল্লেখ্য, ১৪ আগস্ট বিকাল ৪ টায় বামনা উপজেলায় একটি জনসমাবেশে সাবেক সংসদ সদস্য নুর ইসলাম মনির যোগ দেয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :