জয়পুরহাট রেলওয়ে জেলা স্কাউটের একটি প্রতিনিধি দলের বন্যা কবলিত কুমিল্লার উদেশ্যে ২৬ আগস্ট রাত ১০:৫৫ মি: ট্রেনে জয়পুরহাট রওনা দেয়।
যখন দেশের প্রায় ১১ জেলায় লাখ লাখ মানুষ পনি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। যখন সেই সব এলাকায় ত্রান পৌঁছানোই একটা চ্যালেঞ্জ। তখন জয়পুরহাট রেলওয়ে জেলা স্কাউটের একটি প্রতিনিধি দল মেডিকেল টিম ও বিশুদ্ধ পানি, ঔষধ, কাপড়সহ প্রয়োজনীয় ত্রান সামগ্রী নিয়ে বন্য কবলিত এলাকা কুমিল্লার উদেশ্যে রওনা দেয়।
এসময় স্কাউট শিক্ষকবৃন্দ, দলের পরিবার ও বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম ফিরোজ সহ নেতৃবৃন্দ তাদের বিদায় জানান ও তাদের সফলতা কামনা করেন।
যারা স্কাউট দলে ও মেডিকেল টিমের সদস্য কুমিল্লা গেলেন তানভির, সজিব, রিয়াদ, পাপ্পু, জিসান, আবির, আমান, আরিফ, রায়হান, শামিম, সাজিম, স্নেহ।
আপনার মতামত লিখুন :