Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ অবৈধ রসুন ও মাছ জব্দ


দৈনিক পরিবার | আব্দুল কাহার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ অক্টোবর ৭, ২০২৪, ০৫:৩২ পিএম দোয়ারাবাজারে বিপুল পরিমাণ অবৈধ রসুন ও মাছ জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া নামক স্থান থেকে ১৪ লাখ ৪১ হাজার টাকার বিপুল পরিমাণ বাংলাদেশী রসুন ও শিং মাছ জব্দ করেছে বিজিবি।
বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে কিছু চোরাকারবারিরা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকা দিয়ে বাংলাদেশী রসুন ও শিং মাছ পাচার করতে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 
অভিযানে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন ৩ হাজার ৪শত কেজি ও বাংলাদেশি শিং মাছ ১শত ৩৫ কেজি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪১ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 
জব্দকৃত মালামাল নিলামের জন্য স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

Side banner