সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, শুক্রবার রাতে আব্দুস সামাদ (৬৫) নামের ওই বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাতে পুলিশ জানায়, শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল। আব্দুস সামাদ শিশুটিকে ধরে নিয়ে ধর্ষণ করে।
শিশুটি বাড়িতে এসে বিষয়টি স্বজনদের জানায়। শিশুটির মা শুক্রবার বিকালে মামলা করেন।
ওসি আরো বলেন, আব্দুস সামাদকে শনিবার সকালে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :