Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নকলায় ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ৯, ২০২৫, ০৪:৩২ পিএম নকলায় ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরের নকলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরফে লছা মিয়া (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 
চান মিয়া পাইস্কা এলাকার মৃত আবেদ আলীর ছেলে। ভুক্তভোগীর চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, শনিবার বিকেলে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়। রাতেই অভিযুক্ত চান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে শিশুটিকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন চান মিয়া।
শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার জন্য ২০ টাকা হাতে দেন তিনি। পরে ভুক্তভোগীর মা ভুট্টাক্ষেতে গিয়ে ঘটনা দেখেন। এসময় শিশুটিকে রেখে দৌড়ে পালিয়ে যান চান মিয়া।

Side banner