Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

কেন্দুয়ায় কোদালের আঘাতে কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ৪, ২০২৫, ০১:৩৪ পিএম কেন্দুয়ায় কোদালের আঘাতে কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১

নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধে কোদালের আঘাতে ইদু মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর (৩২) নামে আরেক কৃষককে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১ আগস্ট) সকালে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কিত্তনখোলা গ্রামের তালের পাড় হাওড়ে নিজ জমিতে কাজ করছিলেন ইদু মিয়া। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীরের (পিতা: মৃত মোহাম্মদ আলী) সঙ্গে জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর কোদাল দিয়ে ইদু মিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে ইদু মিয়া মারা যান। নিহত ইদু মিয়া মাসকা ইউনিয়নের কিত্তনখোলা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জাহাঙ্গীরকে রবিবার (৩ আগস্ট) সকালে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Side banner