রাঙামাটির লংগদুতে চার সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক বখাটে মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। আটক সোহাগ (৩৮) লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।
ঘটনাটি গত সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঘটেছে। তবে পরিবারের দেওয়া অভিযোগে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে সোহাগকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগী জানান, ঘটনার দিন সন্ধ্যায় তার নিজের বাড়ি থেকে তার ভাইয়ের মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। ভাইয়ের মেয়েকে তার বাসায় রেখে ধান ক্ষেত দিয়ে আসার সময় পেছন থেকে বখাটে সোহাগ ভিকটিমের চোখে মুখে চেপে ধরে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন।
ভিকটিমের স্বামী বলেন, ঘটনার সময় আমি বাজারে ছিলাম। খবর পেয়ে বাসায় গিয়ে দেখি, আমার পরিবারের অবস্থা খারাপ। সারাদিন রোজা রেখেছে, পরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলছে বারবার। তখন স্থানীয় ফার্মেসিতে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লংগদু সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আমি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।
লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিম এবং তার পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিকে রাতের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :