Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
আটক- ২

হোমনায় ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ


দৈনিক পরিবার | হোমনা প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৯:১৭ পিএম হোমনায় ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

কুমিল্লার হোমনায় বিশেষ অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠালিয়া ব্রীজের পূর্ব পাশের জয়দেবপুর সাদ্দাম মার্কেট সংলগ্ন খালিদ মেম্বারের ফার্ণিচারের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো গ নং ৪৯-২২৯২ জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রুপ মিয়ার ছেলে মো.রুবেল (৩৬), নোয়াখালী জেলার সুধারাম উপজেলার নোয়ান্নই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. আব্দুল খালেক মিয়ার ছেলে মো.রাজু (২২) কে আটক করা হয়।
এই বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ ওসি মো.সাইফুল ইসলাম জানান, একটি মাদকের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলের চালানসহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকৃত মাদক ব্যবসায়ী তারা এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল নিয়ে আসে। পরে ফেনসিডিলের চালানগুলো প্রাইভেট কার গাড়ি করে সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে মাদক আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Side banner