Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

হরিপুরে জিংক ধানের চাষাবাদ সম্প্রসারণে আলোচনা সভা


দৈনিক পরিবার | ‎গোলাম রব্বানী বিএসসি মে ৭, ২০২৫, ০৩:১২ পিএম হরিপুরে জিংক ধানের চাষাবাদ সম্প্রসারণে আলোচনা সভা

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জিংক ধানের চাষাবাদ সমপ্রসারণ ও উৎপাদন প্রযুক্তি এবং বাজারজাতকরণ সহজলভ্য করার লক্ষ্যে শস্য ভেলু চেইন এক্টরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রাম এর রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে হরিপুর আরডিআরএস এর সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
হরিপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহিনুল কবির, প্রজেক্ট ম্যানেজার হারভেস্ট প্লাস বাংলাদেশ। আরও উপস্থিত ছিলেন মো. মোজাম্মেল শেখ, টেকনিক্যাল অফিসার এগ্রিকালচার রিঅ্যাক্ট ইন (রিয়াকশিন)প্রকল্প আরডিআরএস মো. রবিউল ইসলাম, টেকনিক্যাল অফিসার আরডিআরএস সহ এলাকার মিল ব্যবসায়ী, বড় কৃষক, বীজ ও কীটনাশক  ব্যবসায়ীরা।
‎আলোচনা সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মো. সাইফুল ইসলাম বলেন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হলেও আমরা পুষ্টি ঘাটতিতে আছি, তাই পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হতে হলে আমাদেরকে জিংক ধানের চাষাবাদ সম্প্রসারণ করতে হবে ।
‎আলোচনা সভায়, মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, এর উৎপাদন প্রযুক্তি বিষয়ে ও বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান ৭২ ও বিনা ধান ২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হলেও এসব জাতের ধানের চাষাবাদ আরও বৃদ্ধির জন্য হরিপুর উপজেলার বিভিন্ন ধান-চাল ব্যবসায়ী, চাল উৎপাদনকারী হাস্কিং মিল ও অটো মিল মালিক, কৃষক নেতাসহ ধান উৎপাদনকারী কৃষকদের নিয়ে আলোচনা করা হয়।  
রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গ্রিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। 
এই প্রকল্পের হারভেস্টপ্লাসের কার্যক্রম গুলি আরডিআরএস বাংলাদেশ ও ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বলে জানান প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 
তারা আরও জানান, হারভেস্টপ্লাস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যের বিকাশ ও প্রচার করে এবং বায়োফরটিফিকেশন প্রমাণ ও প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থেরও উন্নতি করে। হারভেস্ট প্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুর ডালের সমপ্রসারণ এবং অভিযোজনে কাজ করছে বলেও জানান তারা। 

Side banner