Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ডেনমার্কে কাজের সুযোগ সহজ হলো ১৬ দেশের, বাংলাদেশের নাম নেই


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক জুলাই ২, ২০২৫, ০৪:১১ পিএম ডেনমার্কে কাজের সুযোগ সহজ হলো ১৬ দেশের, বাংলাদেশের নাম নেই

১৬ দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট নীতিমালা শিথিল করেছে ডেনমার্ক সরকার। এই নতুন নীতিমালার অধীনে ‘পে লিমিট ওয়ার্ক পারমিট স্কিম’র আওতায় এখন থেকে বার্ষিক তিন লাখ ড্যানিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৫৫ লাখ টাকা) বেতনের চাকরির নিয়োগপত্র দিয়ে ডেনমার্কে কাজের সুযোগ পাওয়া যাবে। পূর্বে এই সীমা ছিল বার্ষিক কমপক্ষে ৫ লাখ ১৪ হাজার ক্রোনা (ট্যাক্স বহির্ভূত)।
তবে, এই ১৬টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। এর অর্থ হলো, বাংলাদেশের নাগরিকদের জন্য ডেনমার্কে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে পূর্বের কঠোর শর্তাবলি এখনো প্রযোজ্য থাকবে।
সোমবার (৩০ জুন) ডেনমার্ক সরকারের কর্মসংস্থান মন্ত্রী এ্যানে হ্যালসবয় ইয়োনসেন এক সংবাদ সম্মেলনে নতুন এই নীতিমালা ঘোষণা দেন। 
তিনি বলেন, এটা ড্যানিশ শ্রম মডেলের জন্য একটি নতুন অঞ্চল। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ এশিয়ার দেশ চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের মতো দেশ থাকলেও নতুন এই তালিকায় নেই বাংলাদেশ।
এই নীতিমালা পরিবর্তনে মাধ্যমে এবং নতুন পে লিমিট ওয়ার্ক পারমিট স্কিমের অধীনে ডেনমার্ক সরকার ইউরোপীয় ইউনিয়নের বাইরে এই ১৬টি দেশ থেকে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষকে ডেনমার্কের লেবার মার্কেটে কাজে লাগাতে চায়।
এর আগে গত শুক্রবার এই বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনার উদ্যোগ নেওয়া হয় এবং সোমবার সেটি চূড়ান্ত করে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। যেকোনো সময় ড্যানিশ সংসদে এই বিলটি পাসের মাধ্যমে সেটি কার্যকর করা হবে।
নতুন এই নীতিমালার মাধ্যমে এই ১৬ দেশের যেকোনো নাগরিক যদি ড্যানিশ কোনো কোম্পানি থেকে ন্যূনতম বার্ষিক তিন লাখ ক্রোনা বেতনের চাকরির নিয়োগপত্রসহ ওয়ার্ক পারমিটের আবেদন করেন তাহলে সে সহজেই ডেনমার্কে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা পাবেন।
ডেনমার্কে কাজের সুযোগ সহজ হওয়া ১৬ দেশগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ব্রাজিল, মালয়েশিয়া, মন্টিনিগ্রো, সার্বিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, আলবেনিয়া, ইউক্রেন এবং মলদোভা। তবে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা হতাশ হয়েছেন। 
অনেকেই ধারণা করছেন, ইতোপূর্বে ড্যানিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে বৈদেশিক জনবল নিয়োগের যে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছিলেন হয়তো বা সেটার প্রভাব পড়েছে এই তালিকায় বাংলাদেশ না থাকার পেছনে। তবে এ নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি ড্যানিশ সরকারের পক্ষ থেকে।
বর্তমানে ডেনমার্কের লেবার মার্কেটে প্রায় চার লাখেরও বেশি বিদেশি জনবল নিয়োজিত রয়েছে। এই সংখ্যা আরও বাড়ানোর জন্যই ড্যানিশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সংবাদ সম্মেলনে ড্যানিশ সরকারের অর্থমন্ত্রী স্টেফানি লোজ বলেন, নতুন এই নীতিমালা ভবিষ্যতে স্থগিত করা হতে পারে যদি ড্যানিশ শ্রম বাজারে মন্দাভাব সৃষ্টি হয় এবং বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পায়। কেননা আমাদের অনেক ড্যানিশ শ্রমজীবী মানুষ বর্তমানে চাকরির জন্য উপযুক্ত রয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মুহাম্মদ সাকিব সাদাকাত বিষয়টি সম্পর্কে তার বিস্তারিত ধারণা নেই বলে জানান।

Side banner