ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ব্যতিক্রমধর্মী দায়িত্ব পালন করছেন। একজন ইউএনও হিসেবে নিজের নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত ৪৫টি পদে দায়িত্ব পালন করে চলেছেন তিনি।
বর্তমানে ফেরদৌস আরা উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ২টি কলেজের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া উপজেলার বাজার ব্যবস্থাপনা কমিটি সহ মোট ১৬টি সরকারি-বেসরকারি বিভিন্ন কমিটির সভাপতির দায়িত্বও তাঁর কাঁধে। শুধু তাই নয়, তিনি একাধারে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, যা স্থানীয় সরকারের সাংবিধানিক কাঠামোর ক্ষেত্রেও এক অনন্য দৃষ্টান্ত।
এছাড়া ফেরদৌস আরা বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা জনসেবা কার্যক্রমকে আরও বেগবান করছে, তবে একইসাথে তাঁর উপর কর্মচাপও বাড়িয়ে দিয়েছে।
অতিরিক্ত দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে ইউএনও ফেরদৌস আরা বলেন, অবশ্যই এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে কিছুটা কষ্ট হচ্ছে, তবে জনগণের সেবার স্বার্থে তা উপেক্ষা করা যাচ্ছে না। ইউএনও অফিস সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছে।
বিষয়টি সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, বাঞ্ছারামপুরের ইউএনও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন আমরা তা জানি। খুব শিগগিরই সেখানে নতুন এসিল্যান্ড পদায়নের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :