Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নাসিরনগর বিএনপির উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি জুলাই ৩, ২০২৫, ০৭:৩২ পিএম নাসিরনগর বিএনপির উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৩ টায় নাসিরনগর সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের হল রুমে এই কর্মসূচি শুরু হয়। নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি এম এ হান্নান। কর্মসূচিতে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ - ড্যাব এর নাসিরনগরের নেতৃবৃন্দ। 
বিকাল ৩ টা থেকে চেয়ারম্যান মার্কেটে নানান শ্রেণী পেশার ও নানান বয়সের মানুষ ভিড় করে চিকিৎসা সেবা নেন। ক্যাম্প থেকে কিছু কিছু রোগের ঔষধ ও বিনামূল্যে বিতরণ করা হয়।
নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, দিনাজপুর মেডিকেল কলেজের ড্যাবের নেতা ডাঃ মাসুক আল মারজান মারুফ, ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল কাদের, সহ সাংগঠনিক সম্পাদক এড আরাফাত আলী, মৎস ও তাঁতী বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন ছোয়াব, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, যুবদল সাবেক যুগ্ম-আহবায়ক নিয়াজ মোহাম্মদ শাহ জাহান, মহিলা দলের সাধারণ সম্পাদক তাজ মহল মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক শরীফ ভূইয়া, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শ্রমিক দলের নেতা ইমরান মিয়া, ব্যবসায়ি দলের আহবায়ক গিয়াস উদ্দিন, নবীন দলের সদস্য সচিব সিদ্দিকুর রহমান, যুবদলের নেতা আব্দুল কাদের সেন্টু, আব্দুল বাতেন শরীফ, তোষার, অনু, ফারুক প্রমুখ।

Side banner