Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

নড়িয়ায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ৩১, ২০২৫, ০৭:১২ পিএম নড়িয়ায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার রাতে নড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তারের পর রবিবার (৩১ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা।
কারাগারে যাওয়া আশিকুর রহমান (২৬) নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পৌরসভার বৈশাখী পাড়ার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক।
মামলার বরাতে ওসি আসলাম বলেন, শুক্রবার বিকালে ওই মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রীকে কৌশলে নিজ কক্ষে ডেকে নেন আশিকুর। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা করা হলে সে শিক্ষককে কামড় দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে আশিকুর পলাতক ছিলেন।
ঘটনার পরদিন শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় আশিকুরের বিরুদ্ধে মামলা করেন বলে জানান তিনি।
ওসি আসলাম উদ্দিন বলেন, শনিবার রাতে আসামিকে আটকের পর সকালে আদালতে তোলা হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Side banner