Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ


দৈনিক পরিবার | শাহিন নুরী  আগস্ট ৩১, ২০২৫, ০৫:৫৫ পিএম গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ

পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরি এবং নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধা পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে ডাস্টবিন বিতরণ ও শিক্ষার্থীর মাঝে ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  
রবিবার (৩১ আগস্ট) গাইবান্ধা পৌরসভার আয়োজনে গাইবান্ধা শহরে অবস্থিত মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও   গাইবান্ধা পৌরসভার প্রশাসক  এ.কে.এম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক  ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের জেলা শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস। উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ আল হাসান। সদর উপজেলার   ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার  এ টি এম সারুয়ার আলম সরকার , পৌরসভার ১৬ টি   সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থী,  অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন। গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য গাইবান্ধা জেলা ভারপ্রাপ্ত উপ পরিচালক ও  পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানাই। আজকের শিশু যেমন আগামী দিনের ভবিষ্যৎ তেমনি আজকের একটি বৃক্ষ আগামী দিনের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সবাই পরিবেশের কথা বলে থাকি কিন্তু পরিবেশ রক্ষায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার সেটা কিন্তু আমরা রাখতে পারছি না । আমি শিশুদের উদ্দেশ্যে বলছি আজকে তোমাদের যে ফলজ চারা বিতরণ করা হচ্ছে এই চারাটিকে অবশ্যই যত্ন নিতে হবে।আমাদের দেশে মেধাবী শিক্ষার্থীর কিন্তু অভাব নাই। অভাব নীতিবান ও সুনাগরিক মানুষের। আমরা নীতিবান ও সুনাগরিক মানুষ গড়ে তুলতে ইতিমধ্যেই  কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই ফলজ  চারা ও ডাস্টবিন বিতরনের যে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আরো একবার ধন্যবাদ জানাই বর্তমান স্থানীয় সরকারের উপ পরিচালক ও প্রশাসক পৌরসভা গাইবান্ধাকে। আমি প্রায়  সব জায়গায় বক্তৃতায় বলে থাকি, দক্ষিণ কোরিয়ার  দেশের কথা। আজ আমরা যে অবস্থানে আছি এক সময় দক্ষিণ কোরিয়া সে অবস্থানে ছিল। দক্ষিণ কোরিয়া প্রথমে তাদের দেশকে উন্নত করতে পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষ রোপনের দিকে নজর দেয়।এই পরিষ্কার-পরিচ্ছন্ন এর ধারাবাহিকতা প্রত্যেকটা নাগরিক দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের দেশকে  পরিষ্কার পরিচ্ছন্ন করে দেশকে উন্নতি করতে যথেষ্ট ভূমিকা পালন করেছে। যার জন্য দক্ষিণ কোরিয়া আজ উন্নত দেশের তালিকা চলে এসেছে। আমাদের দেশেও আমরা চাই  শিশুরা নীতিবান ও সুনাগরিক হয়ে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষ রোপনে এগিয়ে আসুক। তাহলে এই শিশুই একদিন নীতিবান ও সুনাগরিক হিসাবে গড়ে উঠবে।পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের প্রতি নজর দিতে গেলে তারা এমনিতেই দেশকে ভালবাসবে দেশপ্রেমিক  হয়ে গড়ে উঠবে, দেশকে ভালবাসা  দেশের সুনাগরিক কখনোই দেশের ক্ষতি বা দুর্নীতিতে জড়িয়ে পড়বে না।   গাইবান্ধা জেলার প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা যখন নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠবে তখন একটি সুশৃংখল পরিবেশের মধ্য দিয়ে এই জেলা উন্নতির চরম শিখরে উঠবে। দেশ হবে উন্নত, জেলা হবে সমৃদ্ধ  দেশের প্রত্যেকটি মানুষ হবে সুনাগরিক দেশপ্রেমিক মানুষ। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে ৩৯০০টি  ফলজ চারা ও ১৬ টি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকদের হাতে চারটি করে ডাস্টবিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চৌধুরী  মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মাহমুদ আল হাসান । ফলজ চারা ও ডাস্টবিন বিতরণের পরে মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কৃষ্ণচূড়ার গাছ রোপণ  করেন জেলা প্রশাসক।

Side banner