নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৮ বছরের শিশু আব্দুল্লাহ মেজবাহকে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবাহ লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন ঘাঘা উত্তরপাড়া গ্রামের শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), যোগিয়া গ্রামের ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও তার ছেলে সাকিব (১৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, মূল পরিকল্পনাকারী উজ্জ্বল শেখ অপহরণে অংশগ্রহণকারীদের প্রলোভন দেখিয়ে রাজি করায়। ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা এবং রোজিনা বেগম ও সাকিবকে মুক্তিপণ পেলে তাদের লোন শোধ করে দেওয়ার আশ্বাস দেয়।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের দোকানে যায় শিশু আব্দুল্লাহ। সেখানে উজ্জ্বল শেখ তাকে দুটি ঘুমের ওষুধ (হিস্টাসিন) খাইয়ে অচেতন করে ফেলে। পরে জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহযোগিতায় শিশুটিকে অপহরণ করে নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে আটকে রাখা হয়। পাহারার দায়িত্বে ছিল রোজিনা।
ঘটনাটি ভিন্ন খাতে নিতে উজ্জ্বল শেখই পরে শিশুর স্বজনদের থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেয়। কিন্তু তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশ সন্দেহ করে তদন্ত শুরু করে।
ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, এসআই তারোক বিশ্বাস, আজিজুর তালুকদারসহ পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে রবিবার ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এবং চার আসামিকে গ্রেফতার করে।
ওসি শরিফুল ইসলাম বলেন, অভিযানে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতার চারজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :